এইদিন ওয়েবডেস্ক,সিউড়ি,২২ জানুয়ারী : পাড়ার মুদিখানা দোকানে চকলেট কিনতে গিয়ে দোকানির লালসার শিকার হল বছর ১১-এর এক কিশোরী । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়ির হাটজন বাজার এলাকায় । মঙ্গলবার রাতে কুকর্ম করার পরেই চম্পট দিয়েছে দোকানদার প্রদীপ কীর্তনিয়া । এদিকে ঘটনার কথা জানাজানি হতেই আজ বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে হয়ে ওঠে সিউড়ির হাটজন বাজার এলাকা । দোষীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে টায়ার পুড়িয়ে পথ অবরোধ শুরু করে ক্ষিপ্ত জনতা ।
জানা গেছে,অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়ার দোকানের পাশেই নির্যাতিতাদের বাড়ি । মঙ্গলবার রাতে প্রদীপের দোকানে চললেট কিনতে গিয়েছিল ওই কিশোরী । কিন্তু কিশোরীকে দাঁড় করিয়ে রেখে অনান্য খরিদ্দারদের আগে ছেড়ে দেয় প্রদীপ । তারপর সে সুযোগ বুঝে সে মেয়েটিকে নিয়ে নিজের বাড়ির ভিতরে চলে যায় । এদিকে বিষয়টির উপর নজর রাখছিলেন প্রদীপের দোকানের সামনাসামনি বাড়ির এক মহিলা । কিশোরী বেশ কিছুক্ষণ ধরে দোকান থেকে বের না হলে তার সন্দেহ হয় । তিনি ফোন করে আশপাশের লোকজনদের ঘটনার কথা জানান । ইতিমধ্যে খবর চলে যায় কিশোরীর পরিবারের কাছেও । তারপর সকলে মিলে প্রদীপের বাড়িতে গেলে সে কিশোরীকে পিছনের দরজা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় । যদিও স্থানীয় বাসিন্দাদের ম্যারাথন জেরায় নিজের অপরাধ কবুল করে প্রদীপ কীর্তনিয়া । রাতেই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । তবে বেগতিক বুঝে তার আগেই চম্পট দেয় অভিযুক্ত । এই ঘটনায় অভিযুক্তের দাদাকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে ।।