এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,১৪ মে : সবাইকে চমকে দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব কুমার দেব । শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করেছিলেন, যেখানে তিনি নির্বাচনের আগে রাজ্যে দলের অবস্থান নিয়ে আলোচনাও করেছিলেন । জানিয়েছিলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ফের রাজ্যে ক্ষমতায় আনার জন্য সাংগঠনিক কাজ করবেন । তখনও পর্যন্ত কেউ আঁচ করতে পারেনি তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন । কিন্তু শনিবার তিনি আগরতলায় রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের (Satyadeo Narain Arya) কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কার্যত তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য জুড়ে ।
তবে বিপ্লব কুমার দেবের পদত্যাগের স্পষ্ট কোনো কারন না জানা গেলেও এর পিছনে দলের অন্তর্দ্বন্দ্ব কাজ করছে বলে মনে করছেন অভিজ্ঞমহল । দলের একাংশের মত বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির দ্বিতীয় বারের জন্য ত্রিপুরা দখল কঠিন হয়ে যেত ।
এদিকে বিপ্লব কুমার দেবের পদত্যাগের পর বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ডক্টর মানিক সাহাকে বিধানসভার নেতা নির্বাচিত করা হয়েছে । পাশাপাশি এদিন বিজেপির বিধায়ক দলের বৈঠকে যোগ দিতে ত্রিপুরায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং পার্টির সাধারণ সম্পাদক বিনোদ তাওদে । বৈঠকের পরে সন্ধ্যা নাগাদ নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে ।।