এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২২ ফেব্রুয়ারি : বিধানসভায় রাজ্যভাগের বিরুদ্ধে প্রস্তাব পাশের বিরোধিতা করে আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে বন্ধের ডাক দিয়েছিল জিটিএ বিরোধীরা । কিন্তু মঙ্গলবার শিলিগুড়ির সভামঞ্চ থেকে ‘বঙ্গভঙ্গ’-এর চেষ্টা ও বনধের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বঙ্গভঙ্গ নিয়ে কেউ যদি আন্দোলন করতে যায় তাহলে সরকার তাকে রেয়াত করবে না । বনধ করলে আমরা সমর্থন করবো না ।
আর মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই বৃহস্পতিবার পাহাড়ে বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে কারন হিসাবে বলা হয়েছে,সাধারণ মানুষের স্বার্থেই বনধ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । তার পরিবর্তে মঙ্গলবার দার্জিলিংয়ের ভানুভবনে প্রতিকি অনশনে বসে বনধ ঘোষণাকারীরা । প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । ফলে শুরুর দিনে বনধ হলে চুড়ান্ত হয়রানি শিকার হতে হত পাহাড়ের পরীক্ষার্থীদের । এমতবস্থায় বনধ প্রত্যাহার করায় স্বস্তিতে পরীক্ষার্থী,অবিভাবকসহ শিক্ষক মহল ।।