এইদিন ওয়েবডেস্ক,১৫ জুন : হিন্দুফোবিয়া গ্রস্থ অল্ট-নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় বংশোদ্ভূত বিলিয়নেয়ার ব্যবসায়ী অরুণ পুডুর(Arun Pudur) । সফ্টওয়্যার সংস্থা সেলফ্রেম টেকনোলজি গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক ওই ব্যবসায়ী টুইটারে এই ঘোষণা করেছেন, ‘@zoo_bear এবং @AltNews-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে । প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তার এবং তার পোর্টালের বিরুদ্ধে দায়ের করা প্রথম এফআইআরের জন্য ১০০০ টাকা । যে ব্যক্তি প্রথম গ্রেফতার করাতে পারবে তাঁকে দেওয়া হবে ১০,০০০ টাকা । প্রথম ব্যক্তি যিনি তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘ কারাবাসে পাঠাতে পারবেন তাঁকে ৫০,০০০ টাকা দেওয়া হবে । অরুণ পুডুর মতে মোহাম্মদ জুরের বিরুদ্ধে ব্যবস্থা আইনি পদক্ষেপ নেওয়া উচিত । কারন দীর্ঘদিন ধরে সে মিডিয়াকে গালিগালাজ, মিথ্যাচার ও চালাকি করে যাচ্ছে । তার মিথ্যাচারের কারনে দাঙ্গা হয়েছে,অনেক মানুষ আহত হয়েছে, এমনকি মারাও গেছে । এবার এটা বন্ধ করতে হবে ।
প্রসঙ্গত,নূপুর শর্মা ইতিমধ্যেই বলেছেন যে কিভাবে জুবের তাঁর মন্তব্যের একটি এডিটেড ভিডিও শেয়ার করে ধর্মনিন্দার পরিবেশ তৈরি করেছিল এবং তাঁকে হুমকি দেওয়ার জন্য কট্টরপন্থী মুসলিমদের উসকে দিয়েছিল । যদিও তার নিজের বিরুদ্ধেই হিন্দু ধর্ম এবং হিন্দু দেবতাদের সম্পর্কে অবমাননাকর পোস্ট করার ইতিহাস রয়েছে । এখন ভয় পেয়ে জুবের নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেললেও মানুষ হিন্দু দেব-দেবীদের নিয়ে উপহাস করে পোস্ট করা জুবেরের পুরোনো টুইটগুলি অনুসন্ধান এবং শেয়ার করছে । এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন ।।