এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ সেপ্টেম্বর : বিলকিস বানো মামলায় সাজা প্রাপ্ত ১১ জন আসামিকে সাধারণ ক্ষমা নীতির অধীনে মুক্তি দেওয়া হয়েছিল । এবার তা নিয়ে গুজরাট সরকারকে জবাব দাখিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট শুক্রবার এনিয়ে নোটিশ জারি করেছে । তাতে গুজরাট সরকারকে দুই সপ্তাহের মধ্যে দোষীদের বেকসুর খালাস সংক্রান্ত নথি পেশ করতে বলা হয়েছে । তিন সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই বিষয়ে পরবর্তী শুনানি হবে ।
গুজরাটের দাঙ্গার সময় বিলকিস বানোর পরিবারের ৭ সদস্য খুন হয় । গন ধর্ষণের শিকার হন বিলকিস । ওই মামলায় ১১ জন দোষীকে গুজরাট সরকারের সাধারণ ক্ষমা নীতির অধীনে ক্ষমা করা হয়েছিল । গত ১৫ আগস্ট গোধরা সাব জেল থেকে মুক্তি পান তাঁরা । এই প্রসঙ্গে বিলকিস বানো জানান,তাঁর এবং তাঁর পরিবারের ৭ সদস্য সংক্রান্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামির অকাল মুক্তি ন্যায়বিচারের প্রতি তাঁর বিশ্বাসকে নাড়া দিয়েছে । গুজরাট সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন বিলকিস বানো । শুক্রবার তার শুনানি হয় ।।