দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ সেপ্টেম্বর : ব্যাঙ্কের কাজ সেরে মা’কে বাইকের পিছনে চাপিয়ে বাড়ি ফিরছিলেন ছেলে । সেই সময় বালির কারনে বাইকের চাকা পিছল কেটে সড়ক পথের ধারে মজুত রাখা বালির স্তপে এসে ধাক্কা দেয় বাইকটি । মা ও ছেলে দু’জনেই ছিটকে পড়েন । আর ঠিক সেই সময় একটি দ্রুতগতির ডাম্পার এসে ছেলের সামনেই মা’কে কার্যত পিষে দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ার । মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই পথ দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার গোয়াই অঞ্চলের সুড্ডা গ্রামের কাছে গোয়াই-সুড্ডা সড়ক পথে । মৃত প্রৌঢ়ার নাম সায়রা বিবি(৫৬) । দূর্ঘটনায় অল্পবিস্তর জখম হয়েছেন মহিলার ছেলে গফফর শেখ । স্থানীয় বাসিন্দারা মৃতার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় । যদিও তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ । তখন ক্ষিপ্ত গ্রামবাসীরা সড়কপথের পাশে মজুত রাখা বালি সরানোর দাবিতে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় । শেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । পাশাপাশি ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ । দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য যানচলাচল ব্যাহত হয় ।
জানা গেছে,কেতুগ্রাম থানার চরখি গ্রামে বাড়ি গফফর শেখের । এদিন ব্যাঙ্কে টাকা তোলার জন্য মা সায়রা বিবিকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে কাটোয়া শহরে এসেছিলেন । ব্যাঙ্কের কাজ মিটিয়ে দুপুর নাগাদ তাঁরা বাড়ি ফিরছিলেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সুড্ডা গ্রামের কাছে গোয়াই-সুড্ডা সড়ক পথের ধারে বেশ কিছুদিন ধরে বালি মজুত করে রাখা হয়েছে । ওই বালি সড়ক পথের উপর এসে পড়েছে । এদিন দুপুর দেড়টা নাগাদ গফফর শেখ বাইকে চড়ে সুড্ডা গ্রামের কাছে আসতেই সড়ক পথের উপর ছিটকে আসা বালিতে তাঁর বাইকের চাকা পিছল কেটে যায় । তার জেরে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বালির স্তুপে এসে ধাক্কা দিয়ে বাইকসহ উলটে পড়েন । গফফর শেখ রাস্তার পাশে ছিটকে পড়লেও তাঁর মা সায়রা বিবি এসে পড়েন সড়ক পথের উপর । আর ঠিক তখনই বালি ঘাটের দিকে আসা একটি দ্রুত গতির ডাম্পারের ওই মহিলাকে পিষে দিয়ে পালিয়ে যায় । চোখের সামনে মায়ের এই পরিনতি দেখে শোকে ভেঙে পড়েন ওই ব্যক্তি ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,কাটোয়া মহকুমা এলাকার বিভিন্ন সড়ক পথের ধারে দিনের পর দিন ধরে অবৈধভাবে বালি মজুত করে রেখেছে বালি কারবারিরা । যার ফলে বিপাকে পড়ছেন পথচলতি মানুষ । বিশেষ করে সাইকেল ও বাইক আরোহীরা বালির কারনে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে বলে অভিযোগ । অবিলম্বে সড়ক পথের ধারে মজুত রাখা বালি সরানোর দাবি তুলেছেন এলাকাবাসী ।।