শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভাতারে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী যুবকের । আজ সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ভাতার কুড়মুন সামন্তী রোডের ভাতারের পলসোনা মোড় সংলগ্ন এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেখ আকাশ(২০) । তার বাড়ি ভাতার থানার এরাচিয়া গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতারের এরাচিয়া গ্রামের বাসিন্দা শেখ আকাশ পরিবারের একমাত্র পুত্র সন্তান। সে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাতো। সোমবার পার্শ্ববতী গ্রামে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল আকাশ । দুপুরে বাড়িতে খেতে এসেছিল । মধ্যাহ্নভোজনের পর ফের সে বাইকে চড়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু পলসোনা মোড় সংলগ্ন এলাকায় আসতেই একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে । রাস্তার পাশে ছিটকে পড়ে আকাশ। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি ভাতার হাসপাতালে আনে । কিন্তু কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।।