প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ ডিসেম্বর : বাইকে চড়ে দার্জিলিং বেড়াতে যাবার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণ বাইকারের। মৃতর নাম প্রীতম সামন্ত (২১)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি শহরের স্টেশধ বাজার এলাকায়। দুর্ঘটনায় প্রীতমের এক সঙ্গীও জখম হয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘ্যটেছে জেলার কালনা মহকুমার বুলবুলিতলা এলাকায় ।জখম বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে।কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত পুলিশ শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দার্জিলিং
বেড়াতে যাবার জন্য এদিন ভোরে প্রীতম সামন্ত সহ চার বাইক রাইড়ার দুটি বাইকে চড়ে মেমারি থেকে রওনা হয়। সকাল সাড়ে পাঁচটা নাগাদ কালনার বুলবুলিতলা এলাকায় রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে প্রীতমের বাইক । এতটাই জোরে গাছে ধাক্কা লাগে যে বাইক আরোহীদের মাথায় থাকা হেলমেটও ভেঙে যায় ।
পুলিশ স্থানীয় মানুষজনের সহায়তায় দুই বাইক
আরোহীকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রীতমকে মৃত বলে ঘোষণা করে ।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন,এদিন সকালে কুয়াশা ছিল।তারই মধ্যে বাইক চালিয়ে যাচ্ছিল বাইকাররা ।বাইকের গতিও খুব বেশী ছিল। সেই অবস্থায় বাইক নিয়ে সজোরে গাছে ধাক্কা মারাতেই প্রাণহানীর ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। প্রাথমিক তদন্তে পুঢ়িশও মনে করছে বেপরোয়া গতীই দুর্ঘটনার অন্যতম কারণ । মৃতর পরিবার ষদস্য রামকৃষ্ণ হালদার বলেন,“চার বন্ধু মিলে মোটর সাইকেলে চেপে দার্জিলিং বেড়াতে যাচ্ছিল।ভোরেই বাড়ি থেকে বের হয় তারা।তারপরেই এই দুর্ঘটনা ঘটে।কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান।”যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।