দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ মে : পূর্ব বর্ধমান জেলার ভাতারে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর । মৃতের নাম এককড়ি রায়(৪৮) । তাঁর বাড়ি ভাতার থানার নাসিগ্রামে । বুধবার দুপুরে ভাতার বাজার থেকে বাড়ি ফেরার সময় নাসিগ্রাম রোডে বড়বেলুনের গোপালসায়ের পাড়ের কাছে একটি গাড়ি তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায় । পুলিশ ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,ভিনরাজ্যে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন এককড়ি রায় । কিছুদিন আগে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন । আজ বুধবার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। তার আগে কিছু কেনাকাটা করার জন্য এদিন সকালে ভাতার বাজারে এসেছিলেন এককড়িবাবু । কেনাকাটা সেরে দুপুর নাগাদ নিজের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন । তিনি বড়বেলুনের গোপালসায়ের পাড়ের কাছে আসতেই একটি গাড়ি তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায় । বেশ কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।।