দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : আজ শুক্রবার সকালে জোড়া দূর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে । বাদশাহী রোডে ভাতার থানার বামশোর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বাইক চালকের । মৃতের নাম পিন্টু ইসলাম (৪০)। পেশায় মার্বেল মিস্ত্রি ওই ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায় । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । সড়ক পথে মৃতদেহ ফেলে রেখে পথ অবরোধের পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা ।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভাতারের পুরানো বিডিও অফিসের কাছে ভাতার কামারপাড়া রোডে । এখানে বেপরোয়া গতির ছোটহাতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইকচালক । প্রসঙ্গত, কয়েক বছর আগে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির ভাতারে সভার কারনে পুরানো বিডিও অফিসের কাছে ভাতার কামারপাড়া রোডের উপর জোড়া স্পিডব্রেকার ভেঙে গুঁড়িয়ে দেয় ভাতারের পূর্ত দপ্তর । তারপর থেকে বেপরোয়া গাড়ির কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে ওই এলাকায় । এনিয়ে পূর্ত দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা ।
জানা গেছে,এদিন সকালে নিজের মোটরসাইকেলে চড়ে মুরাতিপুর থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন পিন্টু ইসলাম । তিনি বামশোর বাসস্ট্যান্ডের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের পর ছিটকে রাস্তার উপরে পড়েন পিন্টু । সেই সময় বাসের চাকা তার মাথায় উপর দিয়ে চলে যায় । দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । এরপর গ্রামবাসীরা জড়ো হয়ে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে । বিক্ষোভকারীরা দাবি জানায় যে বামশোর বাসস্ট্যান্ডে সড়ক পথের উপর অন্তত ৮ টি স্পিডব্রেকার তৈরি করে দিতে হবে । এদিকে ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা । যদিও ঘন্টা খানেক পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
অন্যদিকে জানা গেছে,পূর্ত দপ্তরের থেকে বছর খানেক আগে ভাতারের পুরানো বিডিও অফিসের কাছে ভাতার কামারপাড়া রোডের উপর জোড়া স্পিডব্রেকার ভেঙে দেওয়ার পর থেকেই বেপরোয়া গতির গাড়ির কারনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে । দিন কয়েক আগে ভাতার হাইস্কুলের এক দশম শ্রেণির পড়ুয়া সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতির একটি ছোটহাতি গাড়ি তাকে ধাক্কা দেয় । অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই পড়ুয়া । আজ ফের বেপরোয়া ছোটহাতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক এক বাইকচালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । এই দুর্ঘটনার পর ভাতারে পুর্তদপ্তরের বিরুদ্ধে গাফেলতির অভিযোগে সরব হন এলাকার বাসিন্দারা ।।