এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ নভেম্বর : কালীপুজোর আবহে বেপরোয়া গতির বলি হলেন এক বাইক চালক যুবক । গুরুতর আহত হয়েছেন আরও দুই বাইক আরোহী । সোমবার বিকেলে কাটোয়া বোলপুর সড়কপথে কাটোয়ার কোশিগ্রাম ও ফুলবাগানের মাঝামাঝি এলাকায় ওই যুবকদের বাইকের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে । মৃত যুবকের নাম মনিরুল শেখ (১৯)। আহত বাবুসোনা সর্দার (৪০) ও সোনা সর্দার (২১) বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে । পুলিশ ঘাতক লরি ও দূর্ঘটনাগ্রস্থ বাইটি আটক করেছে ।
জানা গেছে,ওই তিন যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে । সোনার বন্ধু মনিরুল শেখ । মনিরুল রাজস্থানে একটি পাউরুটি কারখানায় কাজ করতেন । মাসখানেক আগে বাড়ি আসেন তিনি । তারা কালীপূজা উপলক্ষে এদিন সকালে কাটোয়ার নহাটা গ্রামে এসেছিলেন । নহাটা গ্রামে বাবুসোনার শ্বশুরবাড়ি এবং সোনার বোনের বাড়ি । মনিরুল নিজের বাইকে দুই বন্ধুকে চাপিয়ে নিয়ে আসেন মনিরুল । সেখান থেকে বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনজনে বাইকে চড়ে ফের বাড়ি ফিরছিলেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,বাইকটি কাটোয়া- বোলপুর রোড ধরে প্রচন্ড বেগে কেতুগ্রামের মুখে যাচ্ছিল । বাইকটি কাটোয়ার কোশিগ্রাম ও ফুলবাগানের মাঝামাঝি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাইকটি কার্যত দুমড়েমুচড়ে যায় । তিনজনেই গুরুতর আহত অবস্থায় রাস্তার উপরে ছিটকে পড়ে । এরপর তাদের রক্তাক্ত অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয় । কিন্তু চিকিৎসকরা মনিরুল শেখকে মৃত বলে ঘোষণা করেন । বাকি দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা গেছে,পেশায় গাড়িচালক বাবু সর্দারের বাড়িতে রয়েছেন স্ত্রী দুই মেয়ে। সোনা সর্দারের বছরখানেক আগে বিয়ে হয়েছে। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা । তিন পরিবারই হতদরিদ্র । মর্মান্তিক এই দূর্ঘটনার পর শোকে বিহ্বল পরিবারগুলি কার্যত অতান্তরে পরে গেছে ।।