দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ জানুয়ারী : চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী সিভিক ভলান্টিয়ার । শুক্রবার দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পাঁচুন্দির কাছে কেতুগ্রাম-ফুটিসাঁকো সড়ক পথে । আহত সিভিক ভলান্টিয়ারের নাম জয়গোপাল মণ্ডল (৩৪)। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক । পুলিশ চালকসহ চারচাকা গাড়িটি আটক করেছে ।
জানা গেছে, কেতুগ্রামের অম্বলগ্রামের বাসিন্দা জয়গোপাল মণ্ডল কেতুগ্রাম থানার অধীনে সিভিক ভলান্টিয়ারের কাজ করেন । এদিন তিনি বাড়ি থেকে বাইকে চড়ে থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন । সেই সময় কাটোয়া থেকে ফুঁটিসাঁকোর দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি । জয়গোপালবাবু পাঁচুন্দির কাছাকাছি আসতেই দ্রুত গতির ওই গাড়িটি বাইকের পিছনে সজোরে ধাক্কা দেয় । বাইকসহ ছিটকে পড়ে চালক । এদিকে তখন গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বিপরীত দিকে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে পাশের কামারশালায় ঢুকে পড়ে । কামারশালার মালিক অল্পবিস্তর জখম হন । দূর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে বাইক চালককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে । কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।