একদিন ওয়েবডেস্ক,পাটনা,০২ জানুয়ারী :
করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের উপর লাগাম টানতে ফের কড়াকড়ির পথে হাঁটতে চলেছে বিহারের পাটনা প্রশাসন । সোমবার থেকে পাটনায় সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে । মাস্ক ছাড়া কেউ ধরা পড়লে তাকে ৫০ টাকা জরিমানা দিতে হবে । মাস্ক ছাড়া গাড়ি চালানোর সময় ধরা পড়লে গাড়িটি বাজেয়াপ্ত করা হবে । এছাড়া কোনও দোকানদার যদি মাস্ক না পড়েন তাহলে তাঁর দোকান সিল করা হবে বলে জানা গেছে ।
শনিবার পাটনার ডিএম ডাঃ চন্দ্রশেখর সিং একটি নির্দেশ জারি করে জানিয়েছেন,সোমবার থেকে শহরের প্রতিটি এলাকা, সড়ক, সবজির বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করা হবে। এজন্য ১০টি টিম গঠন করা হয়েছে । তার মধ্যে তিনটি দল বাস ও অনান্য যানবাহনে তল্লাশি চালাবে । দুটি দল দোকানগুলির উপর নজর রাখবে । ক্রেতাদের মাস্ক ছাড়া প্রবেশ করতে না দেওয়ার দায়িত্ব বর্তাবে সংশ্লিষ্ট দোকানদারদের উপর । এছাড়া ৫টি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে সবজি বাজার ও জনবহুল এলাকায় মাস্ক চেকিং করবে পুলিশ কর্মীরা । গাড়ির চালক ও মালিকদের শর্তসাপেক্ষে জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হবে । তাঁদের আটক যানবাহনগুলিকে গান্ধী ময়দানে রাখা হবে বলে জানিয়েছেন জেলা শাসক ।
অন্যদিকে প্রশাসনিক নির্দেশ মত পাটনার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতেও মাস্ক ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । সোমবার থেকে যদি কোনও রোগীর আত্মীয়রা মাস্ক ছাড়া হাসপাতাল চত্বরে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ।।