এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ এপ্রিল : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন বিহারের ইউটিউবার ৩৪ বছর বয়স্ক ত্রিপুরারি কুমার তিওয়ারি ওরফে মনীশ কাশ্যপ । তামিলনাড়ুতে বিহারী অভিবাসীদের উপর হামলার ভুয়ো খবর প্রচারের অভিযোগে গত বছর তামিলনাড়ু পুলিশ তাকে গ্রেফতার করেছিল । আজ বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন মনীশ কাশ্যপ । বিজেপিতে যোগদানের পর,মনীশ বলেন,’যখন আমি জেলে ছিলাম, আমার মা আমার জন্য লড়াই করছিলেন এবং তিনি জানেন যে সেই সময়ে কে আমাকে সমর্থন করেছিল। আমার মা আমাকে বলেছিলেন মনোজ তিওয়ারি ভাইয়ার অবাধ্য না হতে এবং আমাকে অবশ্যই তার কথা শুনতে হবে। আমার মা নরেন্দ্র মোদীজির একজন বড় ভক্ত। তিনি আমাকে মোদীজির হাতকে শক্তিশালী করতে এবং যারা দেশবিরোধী তাদের ষড়যন্ত্র ফাঁস করতে বলেছিলেন। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলে যোগ দিতে পেরে আমি খুবই খুশি।’
উল্লেখ্য,গত বছর তামিলনাড়ুতে অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন মনীশ কাশ্যপ । এতে তামিলনাড়ুতে কাজ করা বিহারি অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি হয় । অনেক শ্রমিক দক্ষিণ রাজ্যে তাদের কাজ ছেড়ে বিহারে ফিরতে শুরু করেছিলেন । এই কারনে তাকে বিহারে গ্রেফতার করা হয় এবং স্থানীয় পুলিশের দায়ের করা অভিযোগের মুখোমুখি হতে তামিলনাড়ুতে পাঠানো হয়। তামিলনাড়ুতে বিহারী অভিবাসীদের উপর হামলার বিষয়ে ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিহার এবং তামিলনাড়ু পুলিশ তার বিরুদ্ধে মোট ১৩ টি মামলা দায়ের করে । মনীশকে প্রায় নয় মাস জেলে থাকতে হয়েছিল ।
২০২৩ সালের ডিসেম্বরে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর মনীশের সাথে দেখা করার জন্য জানুয়ারিতে পশ্চিম চম্পারনে শ্রী কাশ্যপের গ্রাম ডুমরি মহানওয়ায় গিয়েছিলেন দিল্লির বিজেপি সাংসদ তথা ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারি । তিনি কাশ্যপকে দলে যোগদান করতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
কাশ্যপ এর আগে পশ্চিম চম্পারন আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছিলেন । ওই আসনে বিজেপির প্রার্থী সঞ্জয় জয়সওয়াল । সূত্রের খবর,মনীশ কাশ্যপের জনপ্রিয়তা দেখে তাকে নিজের বিধানসভা ক্ষেত্র থেকেই প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির । এর আগে ২০২০ সালে নির্দল প্রার্থী হিসাবে বিধানসভা নির্বাচনে চনপাতিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু পরাজিত হন ।।