এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৩ ডিসেম্বর : হিজাব পরতে নিষেধ করায় বিহারের স্কুলের প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বিহারের শেখপুরা জেলার শেখপুর সরাই মিউনিসিপ্যাল কাউন্সিলের চারুয়ানওয়া আপগ্রেডেড মিডল স্কুলে । জানা গেছে,গত শুক্রবার স্কুলের মুসলিম ছাত্রীদের হিজাব পরে স্কুলে না আসার নির্দেশ দেন প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার চৌধুরী । এর জেরে মুসলিম অভিভাবকেরা স্কুল চত্বরে তোলপাড় সৃষ্টি করে । অভিভাবকরা প্রধান শিক্ষককে হুমকি দেয় যে হিজাব পরার অনুমতি না দিলে তারা স্কুলে তালা ঝুলিয়ে দেবে । এতে আতঙ্কিত হয়ে জেলাশাসককে খবর দেন প্রধান শিক্ষকক সত্যেন্দ্র কুমার । পাশাপাশি জেলা প্রশাসকসহ শিক্ষা কর্মকর্তাদের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন ।
অধ্যক্ষ সত্যেন্দ্র কুমার চৌধুরীর লিখিত অভিযোগ অনুযায়ী,গত ২৯শে নভেম্বর একটি ধর্মীয় গোষ্ঠীভুক্ত মেয়েদের পরিবারের বেশ কয়েকজন সদস্য স্কুলে ঢুকে পড়ে । শিক্ষক কর্মচারীরা শ্রেণীকক্ষের ভেতরে ছাত্রীদের হিজাব খুলে ফেলতে বললে তারা ক্ষুব্ধ হয়। তারা হুমকি দিয়ে যায় যে মুসলিম মেয়েদের ধর্মীয়। ঐতিহ্য অনুসরণ করতে না দিলে স্কুল চালানোর অনুমতি দেওয়া হবে না ।
জানা গেছে,প্রধান শিক্ষকের কাছে অভিযোগ পাওয়ার পর শনিবার সকালে জেলা শিক্ষা কার্যক্রম
কর্মকর্তাদের একটি দল বিদ্যালয়ে পৌঁছায় । যেখানে এই দলটি মুসলিম ছাত্রীদের অভিভাবকদের বোঝানোর জন্য একটি বৈঠক করে । বৈঠকে কর্মকর্তারা অভিভাবকদের জানান যে বিহারের সরকার সরকারি স্কুলে ড্রেস কোডের ব্যবস্থা করা হয়েছে । সেই কারনে শিক্ষার্থীরা ড্রেস কোড অনুসরণ করতে বাধ্য । যদিও হিজাব পরে স্কুলে আসার দাবিতে অনড় মুসলিম ছাত্রীদের অভিভাবকরা । বৈঠকের পর উর্ধতন কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্তকারী দল ।।