এইদিন ওয়েবডেস্ক,গোপালগঞ্জ(বিহার),২৪ ডিসেম্বর : বিহারের গোপালগঞ্জ জেলায় একটি ইটের ভাটায় ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ১০ জন ৷ শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার রামগড়ওয়া থানার অন্তর্গত নীরগির গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ । তবে অন্ধকারের কারনে উদ্ধার অভিযান ব্যাহত হয় । এখনো ২৫ জন শ্রমিক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে । গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট নব্য কিশোর চৌধুরী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে,গোপালগঞ্জ জেলার কোতোয়া গ্রামের বাসিন্দা হরেন্দ্র চৌধুরী ওই ইটের ভাটা চালাতেন । মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা শ্রমিকরাই সেখানে কাজ করত । শুক্রবার সন্ধ্যায় শ্রমিকরা যখন ইট ভাটায় আগুন ধরানোর চেষ্টা করছিল সেই সময় আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয় । ঘটনাস্থলেই ৬ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় । পরে পুলিশ গিয়ে আরও ১০ জন দগ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে ।।