এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ মার্চ : সবে আদালতের কাজ শুরু হয়েছে । সেই সময় আদালত চত্বরের বহুকালের পুরানো বটগাছের শুকনো মোটা ডাল ভেঙে পড়ল জিআরও অফিসের সামনে টিনের ছাউনির উপর । যদিও লোকজন তখন কম থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি । তবে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালত চত্বরে । বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে কাটোয়া ল’ক্লার্কস অ্যাসোসিয়েশন ।
জানা গেছে, কাটোয়া মহকুমা আদালত চত্বরে বহু বছরের পুরনো একটি বটগাছ রয়েছে । গাছের নিচে টিনের ছাউনিতে সাধারণত আইনজীবী, নিরাপত্তারক্ষী ও আদালতে আগত লোকজন বিশ্রাম করেন । গাছটির বেশ কিছু মোটা ডাল শুকিয়ে গেছে । তবে গাছটি জীবিত আছে এখনো । কিন্তু শুকনো ডাল গুলি কেটে নেওয়ার কোন উদ্যোগ নেয়া হয়নি এযাবৎ । এদিকে কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ায় শুকনো ডাল গুলি ভিজে গেছে । ফলে জলে ভিজে ভারি হয়ে যাওয়ার কারনে আজ সকাল সাড়ে দশটা নাগাদ একটি বড় ডাল ল’ক্লার্ক ও টাইপিষ্টদের বসার জায়গার ছাউনির উপর ভেঙে পড়ে । সেই সময় ছাউনির নিচে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি । ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীমনাথ মণ্ডল বলেন,’এর আগেও ওই বটগাছের শুকনো ডাল ভেঙে পড়েছিল । আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল । আমরা মহকুমা শাসকের কাছে আবেদন জানিয়েছে যে ওই বট গাছের শুকনো ডাল গুলো অবিলম্বে কাটার ব্যবস্থা করা হোক।’।