এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২২ মে : ইউক্রেনকে যুদ্ধে সমর্থন জানিয়ে রাশিয়ার কিছু প্রভাবশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা । এর পালটা হিসাবে আমেরিকার বেশ কিছু প্রভাবশালীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া । শনিবার রাশিয়া ৯৬৩ জন বিশিষ্ট আমেরিকানদের একটি তালিকা প্রকাশ করেছে । তাদের রাশিয়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তালিকার শীর্ষে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন,ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ,হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান,মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন । রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকায় রয়েছে মার্কিন সরকারি আধিকারিক,আইন প্রণেতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নাম । এবার থেকে তাঁরা রাশিয়া প্রবেশ করতে পারবেন না । পাশাপাশি কানাডার ২৬ জনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো । তালিকায় নাম রয়েছে কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি ট্রুডোর ।
রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমেরিকা যে নব্য-ঔপনিবেশিক “বিশ্বব্যবস্থা” চাপানোর চেষ্টা করছে তাতে ঘা দেওয়ার জন্য এই নিষেধাজ্ঞাগুলি প্রয়োজন ছিল । মস্কো সবসময় সৎ আলোচনার জন্য প্রস্তুত। আমেরিকার জনগণ এবং কর্মকর্তারা রুশোফোবিয়ায় ভুগছে ।’
প্রসঙ্গত,চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া । আর তারপর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে আমেরিকার,ব্রিটেনসহ পশ্চিমি দেশগুলি । কিন্তু তাতেও তারা রাশিয়াকে টলাতে পারেনি । উলটে মুদ্রাস্ফীতির কারনে আর্থিক মন্দার মুখে পড়েছে আমেরিকার,ব্রিটেনরা । অন্যদিকে সেভাবে কোনো প্রভাব পড়েনি রাশিয়ার উপর ।।