এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৪ আগস্ট : ১১ মহিলাকে যৌন নিপিড়নে অভিযুক্ত নিউইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পদত্যাগের পরামর্শ দিলেন রাষ্ট্রপতি জো বাইডেন । নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্তকারী দল ওই মামলার তদন্ত করেন । মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে ১৬৫ পাতার একটি রিপোর্ট পেশ করেছেন । ওই রিপোর্টে সব কিছু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । রিপোর্টে এক মহিলার জবানবন্দি উল্লেখ করা হয়েছে ৷ মহিলা তাঁর পূর্ব অভিজ্ঞতা প্রসঙ্গে তদন্তকারীদের কাছে জানান,একদিন গভর্নর তাঁর ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন । একটা হাত দিয়ে তাঁর স্তন নিষ্পেষন করেছিলেন । অন্য হাতের আঙুল তাঁর কোমড়ে বোলাচ্ছিলেন ।
তদন্তকারীরা আধিকারিকরা মূলত ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে এই অফিসে কর্মরত মোট ১১ জন মহিলার কাছ থেকে পাওয়া অভিযোগগুলি খতিয়ে দেখেন । সাংবাদিক সম্মেলনে অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস জানান, অফিসের সমস্ত মহিলারাই গভর্নর কুমোর যৌন নিপিড়নের শিকার হয়েছেন । তার মধ্যে রয়েছেন কয়েকজন তরুনী । ওই তরুনীদের অভিযোগ,কুমো তাঁদের গোপন অঙ্গ স্পর্শ করতেন । ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করতেন । এমনকি নোংরা মন্তব্য পর্যন্ত করতেন গভর্নর কুমো ।
সেই সঙ্গে তাঁর দাবি,অফিসের মহিলাদের যৌন নিপিড়ন ছাড়াও গভর্নর অ্যান্ড্রু কুওমো রাজ্য ও ফেডারেল সরকারের নিয়ম ভঙ্গ করেছেন বলে তদন্তে উঠে এসেছে । এমনকি প্রাক্তন এক মহিলা কর্মী অফিসের কাজকর্ম নিয়ে ইতিপূর্বে নালিশও করেছিলেন । অফিসের পরিবেশ নিয়েও একাধিকবার অভিযোগ উঠেছে ।
মঙ্গলবার তদন্তের রিপোর্ট আসার পরেই বাইডেন বলেন, ‘নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে ১১ মহিলাকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে । অ্যাটর্নি জেনারেলের রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে । এরপর ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগ করা উচিত ।’
এদিকে ওই ১১ মহিলা এছাড়া ১৭৯ জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কয়েক হাজার প্রমাণ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা । তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও পাওয়া গেছে বলে খবর । এই মামলায় তদন্তকারীরা যে সমস্ত তথ্য সংগ্রহ করেছেন তা অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে প্রমান হিসাবে পেশ করতে চলেছেন । এখন কুমোর এই অপরাধের শাস্তি কি হয় সেটাই দেখার ।।