এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,১৩ সেপ্টেম্বর : সোমবার গান্ধীনগরের রাজভবনে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল । রবিবার তাঁকে বিধায়ক দলের নেতা ঘোষণা করা হয় । এদিন দুপুর ২.২০ নাগাদ তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন । তবে এদিন মন্ত্রীমণ্ডলের গঠন হচ্ছে না । দিন দুয়েক বাদে মন্ত্রীমণ্ডল গঠন সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে খবর । এদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন ।
গুজরাটের পাটিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র প্যাটেল । ৫ বছর পর এই সম্প্রদায় থেকে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত করল বিজেপি । প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলও পাটিদার সম্প্রদায়ের নেত্রী । তিনি ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন । এরপর ফের কোনও পাটিদার সম্প্রদায়ের নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসাতে চলেছে বিজেপির হাইকম্যান্ড ।
উল্লেখ্য,২০২২ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন হতে চলেছে । তার আগে মুখ্যমন্ত্রী পদে রদবদলের পিছনে মোদী-শাহর সুচিন্তিত রনকৌশল কাজ করছে বলে মনে করছেন দেশের রাজনৈতিক মহল ।গুজরাটের পাটিদার সম্প্রদায় আর্থিক সামর্থ্য ও লোকবল এই দু’দিক থেকেই খুবই শক্তিশালী । রাজ্যের ৭০ এর অধিক সিটের উপর প্রভাব রয়েছে পাটিদার সম্প্রদায়ের । কয়েক দশক ধরে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় রাখার পিছনে এই সম্প্রদায়েরই ভূমিকা সব থেকে বেশি বলে মনে করা হয় । কিন্তু বেশ কিছু দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির উপর ক্ষুব্ধ রয়েছে পাটিদার সম্প্রদায়ের মানুষ । তাই পাটিদারদের মানভঞ্জনের চেষ্টা চালাচ্ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । এবার পাটিদার সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য ভোটের অব্যবহিত পূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রদবদলের মত একটি বড়সড় পদক্ষেপ নিল বিজেপির শীর্ষ নেতৃত্ব ।
ভূপেন্দ্র প্যাটেল বলেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য আমি সর্ব প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে ধন্যবাদ জানাতে চাই । আমরা সবাইকে সঙ্গে নিয়ে গুজরাটের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবো ।’।