মনের যত অনুভুতি বাক্সবন্দী হারিয়ে ফেলেছি চাবি
তবুও মন বলে অতীতের হারানো পথে আরেক বার যাবি?
নিস্তদ্ধ রাতে জোনাকির আলোয় আঁকি কিছু স্মৃতি
হারিয়ে গেছে যা ফিরে পাবো না তবুও কেন ভাবি তারই কথা…..?
ক্যাকটাসের কাঁটার মত সূক্ষ তীক্ষ্ণ আঘাত
আজও গেঁথে আছে সারা শরীর আর হৃদয় জুড়ে
কথার শ্লেষের কালসিটে নীলচে দাগ মনের আনাচে কানাচে
অভিমানের কালো মেঘে বৃষ্টি ঝরে অবিরাম
তবুও শ্রাবনের মেঘে কেন ভাবি??
তুমি আছো আশেপাশে..!!
প্রেমের কবিতা লেখা হয়নি আর
পড়ে আছে এককোণে মেঝেতে সাদা খাতা টা
কালির আঁচড় যতই টানি প্রেমের ভাষা আসে না
আর
দুর্বোধ্য শব্দগুলো নড়াচড়া করে তৈরি করি হতাশার পাহাড়
রাগে অভিমানে ছিঁড়ে খুঁড়ে পাতা গুলোর স্থান ডাস্টবিনে
তবুও পূর্ণিমার জোৎস্না রাতে চাঁদের আলোয়
কেন ভাবি তোমার কথা..??
প্রতিজ্ঞাবদ্ধ নিজের কাছে ভুলে থাকার আপ্রাণ চেষ্টা
এই পথ সেই মাঠ সেই জীবনের অলিগলি
অজস্র স্মৃতি মনের মাঝে ভুলে থাকা সহজ না কি?
মনের দরজায় খিল এঁটেছি
বন্ধ করেছি দরজা জানালা নিজেকে করেছি গৃহবন্দি
তবুও কড়া নাড়ে জোরে জোরে কানফাটা শব্দে
দুই হাত দিয়ে কান চেপে চিৎকার করি উন্মত্ত
কেন কেন কেন এত কোলাহল?
মুক্তি চাই মুক্তি
এ স্মৃতি হতে মুক্তি
যতই মুক্তি চাই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অজগরের মত
দমবন্ধ হওয়া মুহূর্তে মৃত্যুর মুখোমুখি
তবুও মনে পড়ে কেন তোমার মুখচ্ছবি…!!
কেন ভাবি মনের কাছে উত্তর নেই কিছু
কানে কানে বাতাস বলে যায় ভুলে থাকা সহজ না কি….??