এইদিন বিনোদন ডেস্ক,২৯ এপ্রিল : দক্ষিণ কাশ্মীরের পহেলগামে ইসলামি সন্ত্রাসীরা ধর্ম পরিচয় নিশ্চিত হওয়ার পর বেছে বেছে ২৭ জন হিন্দুদের হত্যা করে । সেই সত্য তুলে ধরার জন্য নিজের দেশের বিরুদ্ধেই বিষোদগার করছিল কথিত ভোজপুরি কবি-গায়িকা নেহা সিং রাঠোর । অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে । তার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতাসহ ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে ।
গত ২৩ এপ্রিল সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে একটা পোস্টে নেহা বলে যে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জাতি ও ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। এমনকি বিজেপি সরকারের বিরুদ্ধে ‘পুলওয়ামা হামলার নামে ভোট ব্যাংক বাড়ানোরও’ অভিযোগ করে গায়িকা । তার মতে, পহেলগাম হামলার ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
জানা যায়, অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি এই গায়িকার বিরুদ্ধে লখনউয়ের হজরতগঞ্জ থানার দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক্স হ্যান্ডেলে নেহা সিং রাঠোর একটি আপত্তিকর পোস্ট করেছেন। ওই পোস্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ভারতে সৌভ্রাতৃত্ব বিঘ্নিত হতে পারে। প্রতাপ সিং বলেন, ‘ভারত-পাকিস্তানের সম্পর্কের টালমাটাল পরিস্থিতিতে নেহা সিং রাঠোর তার এক্স হ্যান্ডেলে একাধিক আপত্তিকর পোস্ট করেছেন, যা জাতীয় অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এবং ধর্মের ভিত্তিতে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে নামার উস্কানি দিতে পারে। তিনি সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্যে উঠেপড়ে লেগেছেন। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’ এদিকে, অভিযোগ পাওয়ামাত্রই গায়িকার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতাসহ ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে উত্তরপ্রদেশের পুলিশ একটি বিবৃতিতে জানান । রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা বলেছেন অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং তার প্রক্রিয়া চলছে । অবশেষে আজ সোমবার গায়িকা পাকড়াও করেছে ইউপি পুলিশ ।।