এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ ডিসেম্বর : গ্রামীণ এলাকায় উন্নত পরিকাঠামো নিয়ে তৈরি হয়েছে একটি নার্সিংহোম। আর এই নার্সিংহোমে চিকিৎসার জন্য আসছেন শহরাঞ্চলের রোগীরাও।পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভেদিয়ায় ‘বিশ্ববাংলা নার্সিংহোম’ এ এখন জটিল অস্ত্রপচারও হচ্ছে। বেশকয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষ করে অত্যাধুনিক পরিকাঠামোর জন্য এবং তুলনামূলক অনেক কম খরচে চিকিৎসার জন্য বিশ্ববাংলা নার্সিংহোমে শহরাঞ্চলের রোগীরাও চিকিৎসার জন্য আসছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়কের ধারে তিনতলা ভবনে ১০০ শয্যার বিশ্ববাংলা নার্সিংহোম ১৪ মাস আগে চালু হয়েছে। সংস্থার ডিরেক্টর লালু খান বলেন,” সাধারণত জেলা ও মহকুমাস্তরের যেসমস্ত হাসপাতালগুলি রয়েছে দেখা যায় ওই সমস্ত সরকারি হাসপাতালগুলিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শহরে রয়েছে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলি। সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকরা যারা অবসর সময়ে বেসরকারি নার্সিংহোমগুলিতে চিকিৎসা করেন তাদের কাছাকাছি নার্সিংহোমেই তারা যুক্ত থাকেন। সেই নিরিখে ভেদিয়ার মতন প্রত্যন্ত এলাকায় অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে এই স্বাস্থ্যকেন্দ্র চালানো আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু অল্পদিনেই আমরা সফল। আমাদের লক্ষ্য আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নততর চিকিৎসা পরিষেবা গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌছে দেওয়া।”
বস্তুতপক্ষে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবার রাজ্যুজুড়ে খ্যাতি রয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং অনাময় হাসপাতালের নিউরো ও কার্ডিও চিকিৎসার জন্য বিভিন্ন জেলা ছাড়িয়ে সুদূর ঝাড়খণ্ড থেকে রোগীরা আসেন।সরকারি হাসপাতালের পাশাপাশি বর্ধমান শহরে গজিয়ে উঠেছে অগনিত বেসরকারি নার্সিংহোম। আর এইসমস্ত নার্সিংহোমগুলির পরিকাঠামো ও পরিষেবা নিয়ে বিভিন্ন সময়েই প্রশ্ন উঠেছে। ইতিপূর্বে একাধিক সময়ে প্রশাসনিক অভিযান চলেছে বর্ধমান শহরের বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলিতে।
ভেদিয়ার বিশ্ববাংলা নার্সিংহোমের জেনারেল ম্যানেজার স্বরাজ মণ্ডল বলেন,” আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত যন্ত্রপাতি অত্যাধুনিক। সিরামপরীক্ষা, ল্যাপ্রোস্কোপি সার্জারি, মাইক্রোসার্জারি, ডায়ালেসিস বিভাগ, ইউ এস জি বিভাগ, থেকে কার্ডিও বিভাগের মেশিনপত্র সমস্তকিছু অত্যাধুনিক প্রযুক্তির। ফলে জটিল রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনও সমস্যা হয় না।”
জানা যায় বর্তমানে স্থানীয় এলাকা ছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি জেলা থেকে রোগীরা আসছেন ভেদিয়ার এই নার্সিংহোমে। সংস্থা সূত্রে জানা যায় বিশ্ববাংলা নার্সিংহোমে রয়েছেন নিউরো সার্জারি, অঙ্কো সার্জারি, কেমোথেরাপি বিভাগেরও বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এদিন দেখা যায় বীরভূমের মহম্মদবাজার এলাকার বাসিন্দা ২৬ বছরের বধূ লক্ষী টুডু ভর্তি রয়েছেন। তার কিডনিতে পাথর ছিল। সফল অস্ত্রপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই রোগীর পরিবারের সদস্যরা জানান এই অস্ত্রোপচারের জন্য তারা বোলপুর ও বর্ধমান শহরের একাধিক জায়গায় দেখিয়েছিলেন। কিন্তু মোটা অঙ্কের প্যাকেজের কথা বলা হয়েছিল। সে তুলনায় অনেক কম খরচে ভেদিয়ায় এসে তারা পরিষেবা পেয়েছেন ।।