এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১৯ জুন : মহিলাদের এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম পদক এনে দিলেন ২৯ বর্ষীয়া ভবানী দেবী(Bhavani Devi) । বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইমুরা মিসাকিকে (Emura Misaki) তিনি কোয়ার্টার ফাইনালে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন । চীনে আয়োজিত এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোমবার ইমুরা মিসাকির মুখোমুখি হয়েছিলেন ভবানী দেবী । ভারতীয় ফেন্সার বিশ্বের শীর্ষস্থানীয় ফেন্সার ইমুরাকে ১৫-১০-এ পরাজিত করেছেন । প্রসঙ্গত, পূর্ববর্তী চ্যাম্পিয়নশিপগুলিতে মিসাকির সাথে তিনটি লড়াইয়ের প্রতিটিতেই হেরেছিলেন ভবানী দেবী ।
তবে এবারের চ্যাম্পিয়নশিপে ইমুরা মিসাকিকে হারানোর পর সেমিফাইনালে উজবেকিস্তানের জয়নাব দাইবেকোভার (Zaynab Dayibekova) কাছে ১৫-১৪- হেরে যান এবং ব্রোঞ্জ পদক নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয় । ভবানী দেবীর এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা ।।