এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ মার্চ : বর্ধমান শহরে লায়ন্স ক্লাবের ক্লাবের কার্যালয়ে নিয়ে গিয়ে এলাকার ২৪ জন দরিদ্র পরিবারের বৃদ্ধ-বৃদ্ধার চোখের ছানির অস্ত্রপচার করিয়ে আনল ভাতারের হোয়াটসঅ্যাপ গ্রুপ । আজ মঙ্গলবার সকালে গ্রুপের তরফে গাড়ি ভাড়া করে ওই ২৪ জনকে বর্ধমানে নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় যথারীতি তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় । গ্রুপ অ্যাডমিন মধুসূদন কোঁয়ার বলেন, ‘আজ নিখরচায় ২৪ জন রোগীর চোখের ছানির অস্ত্রপচার করিয়ে আনা হল । চোখের লেন্স ও যাতায়াতের খরচ গ্রুপের পক্ষ থেকে বহন করা হয়েছে ।’ তিনি আরও জানান,আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত কিছু বিশিষ্ট ব্যক্তি গ্রুপের সদস্য রয়েছেন । মূলত তাঁদের সমবেত সহায়তায় যাবতীয় খরচ খরচা করা হয়েছে ।
ভাতারে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপ হল ভাতাড় ব্লক আপডেট খবর ২৪×৭ । সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা গ্রুপের সদস্য রয়েছেন । এলাকার দুঃস্থ বৃদ্ধ বৃদ্ধার স্বার্থে সম্প্রতি গ্রুপ অ্যাডমিনরা উদ্যোগী হয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন । বর্ধমান লায়ন্স ক্লাবের সহায়তায় গত ২৪ মার্চ ভাতারের বলগোনা বাজারে শিশুদের একটি স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়েছিল । বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ শিবিরে চক্ষু পরীক্ষা করিয়ে যান সেদিন । তাদের মধ্য থেকে ৪৮ জনকে বেছে নেওয়া হয়েছিল চোখের ছানি অস্ত্রোপচারের জন্য । এদিন ২৪ জনের অস্ত্রপ্রচার করিয়ে আনল ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্তৃপক্ষ । দ্বিতীয় দফায়, আগামী ৪ এপ্রিল বাকি ২৪ জনের অস্ত্র প্রচার করা হবে বলে জানিয়েছেন মধুসূদনবাবু ।
এদিকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এই প্রকার সমাজসেবামূলক কর্মকাণ্ড দেখে এলাকার মানুষ দাবি তুলছেন যে কর্তৃপক্ষ একটি ফেসবুক পেজও খুলুন । তাতে এলাকার বহু মানুষ উপকৃত হবেন এবং আরো জনসংযোগ বাড়বে । বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হবে বলে জানিয়েছেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্তৃপক্ষ ।।