এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়(পূর্ব বর্ধমান),১৪ ফেব্রুয়ারী : পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহীদ সেনাদের শ্রদ্ধা জানালো পূর্ব বর্ধমান জেলার ভাতারের তৃণমূল নেতৃত্ব । ২০১৯ সালের আজকের দিনেই পুলওয়ামায় ঘটেছিল ভারতীয় সেনার উপর পাকিস্তানি সন্ত্রাসীদেরব হামলার ঘটনা । সেই হামলায় ৪০ জনের বেশি জওয়ান শহিদ হয়েছিলেন। সেই থেকেই ১৪ ফেব্রুয়ারী কালো দিবস হিসেবে পালন করা হয় এবং শহীদের শ্রদ্ধা জানানো হয় । সেই উপলক্ষে আজ পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের বলগোনা ও নিত্যানন্দপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বলগোনা বাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হল ।
শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মরণে বলগোনা বাজারে একটি শহীদ বেদি নির্মাণ করা হয়েছে । আজ সেই বেদীর আনুষ্ঠানিক উন্মোচন করলেন ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । তার সঙ্গে ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলার শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সান্তনু কোনার সহ অন্যান্যরা ।
তার আগে বলগোনা রেল স্টেশন থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন অসংখ্য সাধারণ মানুষ। মৌন মিছিলটি বলগোনা বাজার পরিক্রমা করে শহীদ বেদীর সামনে এসে শেষ হয় । শহীদবেদীতে মাল্যদান এবং শহীদদের স্মৃতিচারণা করেন যুব তৃণমূল নেতা শান্তনু কোনার।।