শেখ মিলন,বর্ধমান,২৬ মার্চ : শুক্রবার মনোনয়নপর্ব ঘিরে জনশ্রোতে ভাসল শহর বর্ধমান । কেউ ব্যান্ডপার্টি সঙ্গে নিয়ে, কেউ বা আবার ডিজে তালে ‘খেলা হবে’ স্লোগানে কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করলেন। এক কথায় এদিন শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কর্জন গেট চত্বর উৎসবের চেহারা নিল। খোশ মেজাজে কর্মীদের সঙ্গে নাচের তালে মনোনয়ন দাখিল করলেন ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মানগোবিন্দ অধিকারী।
মানগোবিন্দবাবু জানান, বিধায়ক হওয়ার পর প্রথম ভাতারের আলিনগরের অসম্পূর্ণ খেলার স্টেডিয়াম নতুন রূপে সুসজ্জিত করাই প্রধান লক্ষ্য। পাশাপাশি কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে । উনি আরও বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে একটি মহিলা ফুটবল দলকে নিজের হাতে তৈরি করেছি । সেই দলের ১৫ জন মহিলা ফুটবল খেলোয়াড় সিভিক পুলিশের চাকরি পেয়েছে। এটা আমার কাছে বড় গর্বের ব্যাপার।’
পাশাপাশি ভাতারের বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরা জানিয়েছেন, জয়ের ব্যাপারে আমরা একশ শতাংশ আশাবাদী । দীর্ঘদিনের সংগ্রাম,গুলি খাওয়া, ভূমিপুত্র মানগোবিন্দ অধিকারী, প্রার্থী নির্বাচিত হয়েছে। ভাতার ব্লকে খুশির হাওয়া। মনোনয়ন দাখিলের দিনে কর্মীদের উচ্ছ্বাস প্রমাণ করে যে ভাতার বিধানসভা ভোটে মান গোবিন্দ অধিকারী চল্লিশ হাজার ভোটে জয়লাভ করবে ।।