এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২১ মে : পঞ্চায়েত নির্বাচনের মুখেই পূর্ব বর্ধমান জেলার ভাতারে বিজেপিতে ভাঙন ধরালো শাসকদল তৃণমূল কংগ্রেস । রবিবার ভাতার বাজারে তৃণমূলের ব্লক কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দলবদল করলেন বিজেপির যুব মোর্চার বর্ধমান সদর সাংগঠনিক জেলা কমিটির সদস্য ঝন্টু শীল । তার সঙ্গে আরও কিছু বিজেপি কর্মীও শিবির বদল করেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । এদিকে এই দলবদলকে দলীয় নেতা কর্মীদের উপর তৃণমূলের লাগাতার চাপসৃষ্টির ফলশ্রুতি হিসাবে দেখছেন বিজেপি নেতৃত্ব । অন্যদিকে তৃণমূল দাবি করেছে অভিষেক ব্যানার্জির রোড শো দেখে অনুপ্রাণিত হয়েই তারা বিজেপি ত্যাগ করেছে ।
প্রসঙ্গত,গত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের অনান্য এলাকার পাশাপাশি ভাতারেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল । বহু বিজেপি কর্মী আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন । যদিও বেশ কিছু মাস তারা ঘর ছাড়া থাকার পর প্রশাসনিক উদ্যোগে তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয় । এদিন বিজেপির যুবনেতা সহ কিছু বিজেপি কর্মীর তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে দু’দলের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে ।
বিজেপির ভাতার ৩৭ নম্বর মণ্ডল কমিটির সভাপতি জীবন গুপ্ত দলবদলের কথা স্বীকার করে বলেন, ‘ঝন্টু শীল অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান । আমাদের দলের একজন সক্রিয় কর্মীও ছিলেন । কিন্তু তার উপর নিরন্তর চাপ সৃষ্টি করছিল তৃণমূলের লোকজন । সেই কারনে নিজের জীবন জীবিকার স্বার্থে ঝন্টু শীল দলবদল করতে বাধ্য হয়েছেন ।’
। অন্যদিকে বিধায়ক মানগোবিন্দ অধিকারী দাবি করেন,’সম্প্রতি অভিষেক ব্যানার্জি ভাতারে রোড শো করতে এসেছিলেন । আর সেই রোড শো দেখে অনুপ্রাণিত হয়েই বিজেপির ওই যুবনেতা সহ কর্মীরা তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন ।’।