এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ ডিসেম্বর : দেশের ৫ রাজ্য -মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্রিশগড়,তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে । তার মধ্যে প্রথম তিন রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি । দক্ষিণের রাজ্য তেলেঙ্গানাতেও নজিরবিহীন ফলাফল করেছে গেরুয়া শিবির । আসন বেড়েছে মিজোরামেও । ফলে দেশ জুড়ে গেরুয়া শিবিরে এখন খুশির হাওয়া । দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে দলের বিজয় উদযাপন করছে বিজেপির নেতাকর্মীরা ।
আজ বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিজেপির তরফ থেকে বের করা হল বিজয় মিছিল । ভাতার বাজারে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয় । মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী শুচিস্মিতা হাটি । ভাতার বাজার পরিক্রমা করে ভাতার থানা থেকে মিছিলটি ফের দলীয় কার্যালয়ে ফিরে আসে । এদিনের বিজেপির বিজয় মিছিলে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷
শুচিস্মিতাদেবী বলেন,’তিন রাজ্যের সাফল্যে আমরা উজ্জীবিত । এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দূর্নীতি ও অপশাসনের হাত থেকে মুক্তির দিশা দেখাচ্ছে এই সাফল্য । আমাদের বিশ্বাস যে ২০২৬ এর বিধানসভা নির্বাচনেই এরাজ্যে পদ্ম ফুটবে ।’।