শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ ফেব্রুয়ারী : রাস্তা সংস্কারের ফলে পানীয় জল প্রকল্পের পাইপ লাইন কাটা হয়েছিল। তারপর দীর্ঘ কয়েক মাস ধরে আর মেরামত হয়নি। যার ফলে চরম পানীয় জলের কষ্টে ভুগছিলেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। অবশেষে ক্ষিপ্ত হয়ে গ্রামের মহিলারা জড়ো হয়ে জলপ্রকল্পের পাম্প ঘরে তালা ঝুলিয়ে দিলেন। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছাড়াই পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ দু’নম্বর অঞ্চলের গ্ৰামডিহি মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে ভাতারের ওড়গ্রাম থেকে বিঘড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। রাস্তা সম্প্রসারণের জন্য কাটা হয় পানীয় জলপ্রকল্পের পাইপলাইন। বিগত ছয় মাস ধরে মান্দারবাটি, বিঘড়া, স্বর্ণ চালিদা সহ একাধিক গ্রামের পানীয় জলের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের দাবি, পাইপলাইন মেরামত না হওয়ার ফলে চরম জলকষ্টে ভুগছিলেন তারা। অবশেষে সোমবার বিকালে মান্দারবাটি গ্রামের শতাধিক মহিলা একত্রিত হয়ে পানীয় জল প্রকল্পের পাম্পঘরে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, পাইপলাইন মেরামতি না হওয়া পর্যন্ত জলপ্রকল্প বন্ধ থাকবে। এ বিষয়ে সাহেবগঞ্জ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এটা ছাড়া আর কোন উপায় ছিল না। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সঙ্গে কথা বলেছি দ্রুত সমস্যার সমাধান করা হবে।।