এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জুন : পঞ্চায়েত নির্বাচনের মুখেই পূর্ব বর্ধমান জেলার ভাতারে শাসকদল তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরালো কংগ্রেস । টিকিট না পেয়ে ক্ষিপ্ত হয়ে সদলবলে শিবির বদল করলেন ভাতারের নিত্যানন্দপুর পঞ্চায়েতের প্রধান কাকলী সামন্ত । আজ শনিবার ভাতার বাজারে একটি লজে আয়োজিত যোগদান সভায় কাকলীদেবীর হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য । শুধু তাইই নয়,আনুষ্ঠানিকভাবে শিবির বদলের আগে কংগ্রেসের হয়ে পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন ওই তৃণমূল নেত্রী । এর দিন তিনেক আগে ভাতারের বলগোনা পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ ও ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি নুর আলমও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন । এদিনের যোগদান সভায় তাদেরও উপস্থিত থাকতে দেখা যায় । এদিকে পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখেই একের পর এক নেতার দলবদলে চাপে পড়ে গেছে শাসকদল ।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রদীপ ভট্টাচার্য ‘শাসকদলের সন্ত্রাস’ রুখতে ‘সিপিএমের সঙ্গে সমঝোতা’ করে চলা এবং গ্রামে গ্রামে ‘শান্তিবাহিনী গঠন’ করার পরামর্শ দেন । প্রসঙ্গত, রাজ্যে বামফ্রন্টের জমানায় রাজ্য কংগ্রেসকে সেভাবে কোনো আন্দোলন করতে দেখা যেত না বলে অভিযোগ । তখন থেকেই সিপিএমের সঙ্গে কংগ্রেসের ‘গোপন আঁতাত’-এর অভিযোগ উঠত । কংগ্রেসকে ‘তরমুজ’ তকমাও দেওয়া হয়েছিল তখন । এদিন প্রদীপ ভট্টাচার্যের ‘সিপিএমের সঙ্গে সমঝোতা’ করে চলার পরামর্শ আদপে সেই গোপন আঁতাতের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন তৃণমূল ও বিজেপির নেতৃত্ব ।
এদিনের যোগদান সভায় প্রদীপ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি প্রবীর গঙ্গোপাধ্যায়, জেলা নেতা জগদীশ দত্ত, কংগ্রেসের ভাতার ব্লকের আহ্বায়ক টুটু মুন্সি প্রমুখ ।।