শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মে : দেশ-বিদেশের নানান প্রজাতির ফল ফলিয়ে তাক লাগালেন পূর্ব বর্ধমানের ভাতারের স্কুল শিক্ষক মোহাম্মদ দয়ালু শরীফ । ভাতার থানার আমবোনা গ্রামের বাসিন্দা ওই শিক্ষক নিজের শখের বাগানের নাম রেখেছেন ‘জনকল্যাণ বাগান’ । বাড়ির লাগোয়া রয়েছে এই বাগান। বছর ১৫ আগে এক বিঘা জায়গার উপর শখের এই বাগান তৈরি করেছিলেন শরিফ বাবু। দেশ-বিদেশের নানান বিখ্যাত ফলের চাষ করেন সেখানে৷ বর্তমানে ফলও ধরেছে অনেক গাছে । মোহাম্মদ দয়ালু শরীফের ফলের বাগানটি এখন এলাকার অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে ।
বাগানে রয়েছে ১৫০টির বেশি প্রজাতির আম গাছ, ১০০ টিরও বেশি প্রজাতির লেবুগাছ। বর্তমানে বিভিন্ন প্রজাতির মিলিয়ে প্রায় এক হাজার টিরও বেশি গাছ রয়েছে বাগানে। বাগানে রয়েছে আমেরিকান জাতীয় ফল ব্লুবেরী, মালয়েশিয়ার জাতীয় ফল রামবুটান, ইন্দোনেশিয়ার ডুরিয়ান, বাংলাদেশের কাঁঠাল, তুরস্কের আঙ্গুর। বিখ্যাত বিদেশি আমের মধ্যে রয়েছে জাপানের মিয়াজোকি, অস্ট্রেলিয়ার ই-টু আর-টু, আমেরিকার হেডেন, থাইল্যান্ডের কাটিমন, বারোমাসি ভিয়েতনামের কাঁঠাল ও দেশি বাতাবি লেবুসহ দেশি-বিদেশের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তার শখের এই বাগানে।
মোহাম্মদ দয়ালু শরিফ বলেন, আমার শখ ছিল তাই এই বাগানটি করেছি, ব্যবসায়িক কারণে তৈরি করিনি । ফল পাকলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিচিতির মধ্যে বিলি করে দিই ।’ এমনকি নিজেই কলম করে গাছ তৈরি করে এলাকার মানুষদের বিতরণ করে গাছ লাগাতে উৎসাহিত করেন বলে জানান তিনি।।

