শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ এপ্রিল : পূর্ব বর্ধমানের ভাতারের বড়োপোশলা এলাকায় পানীয় জল প্রকল্পের পাইপ চুরির ঘটনার কয়েক দিনের মধ্যে চুরির কিনারা করলো ভাতার থানার পুলিশ। দিন তিনেক আগে ভিন জেলা থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতরা হল দক্ষিণ ২৪ পরগনা হাবরা এলাকার বাসিন্দা গোবিন্দ সাহা এবং অশোকনগর এলাকার বাসিন্দা দুলাল দাস । পুলিশ সূত্রে জানা গেছে, ভাতারের বড়োপশলা এলাকায় একটি ঠিকাদার সংস্থা পানীয় জল প্রকল্পের পাইপ লাইন বিছানোর কাজ করছিলেন। গত ২৮শে মার্চ রাতে ৭৬ টি পাইপ চুরি যায় বলে অভিযোগ। এরপরই ভাতাড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভাতার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও সোর্স মারফত এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি লরিকে চিহ্নিত করা হয়। গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই পাইপ চুরির ঘটনার কিনারা করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় গোবিন্দ ও দুলালকে ।
ধৃতদের হেফাজতে নিয়ে ভাতার থানার পুলিশ কলকাতার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে একটি লরি সহ শতাধিক পাইপ উদ্ধার করে। তিন দিনের পুলিশি হেফাজত শেষে আজ সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। পাশাপাশি ভাতারের কুবাজপুর এলাকায় একটি মদের দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত সঞ্জু বর্মনকে তিনদিনের পুলিশ হেফাজতের শেষে আজ বর্তমান আদালতে পেশ করা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ চুরি যাওয়া সমস্ত টাকা উদ্ধার করে। দুটি পৃথক চুরির ঘটনার ভাতার থানার পুলিশ এই বড়োসড়ো সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।।