এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : চাল ব্যবসায়ীর দোকান থেকে প্রায় দুই লক্ষ ৩০ হাজার টাকার ব্যাগ চুরি গিয়েছিল দিন চারেক আগে । ব্যবসায়ীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীকে হেফাজতে নিয়ে তার ঘরের বিছানার তলা থেকে প্রায় দু’লাখ টাকা রাখা ব্যাগটি উদ্ধার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ীর প্রতিবেশীকে ৷ পুলিশ জানায়, ধৃতের নাম মনি সিং । ভাতারের শিলাকোট গ্রামে তার বাড়ি । ধৃতকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তার দেখানো জায়গা থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
জানা গেছে,অভিযোগকারী ব্যবসায়ীর নাম মধু দাস বৈরাগ্য । ভাতার থানায় দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন যে শিলাকোটে তার দোকানে একটি ব্যাগের মধ্যে প্রায় দুই লক্ষ ৩০ হাজার টাকা রাখা ছিল । কিন্তু গতসপ্তাহে তাঁর দোকান থেকে টাকার ব্যাগটি চুরি হয়ে যায় । তিনি অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু ব্যাগটির সন্ধান পাননি । তখন তার সন্দেহ গিয়ে পড়ে সিংয়ের উপর । কারন ওই দিন তাঁর দোকানে মনি গিয়েছিলেন বলে দাবি করেন তিনি ।
জানা গেছে,অভিযোগের ভিত্তিতে পুলিশ মনি সিংকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় । জেরায় তিনি কবুল করেন যে বাজারে বেশকিছু টাকা দেনা হয়ে যাওয়ার কারণেই ওই টাকা চুরি করেছেন তিনি । তার মধ্যে কিছু টাকা ইতিমধ্যে খরচও করে ফেলেছেন । বাকি এক লক্ষ ৯৫ হাজার টাকা তিনি তার ঘরের খাটের বিছানার তলায় লুকিয়ে রেখেছেন বলে জানান৷ সেখান থেকেই ওই টাকা উদ্ধার করেছে পুলিশ । হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় ।।