দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় নিঃখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ভাতার থানার পুলিশ । বুধবার ভাতার থানা চত্বরে আয়োজিত এই শিবিরে স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার পাশাপাশি চক্ষুপরীক্ষাও করা হয় । বর্ধমানের একটি হাসপাতাল থেকে চক্ষু,স্ত্রী ও প্রসূতি , শিশু বিশেষজ্ঞ ও জেনারেল ফিজিসিয়ান মিলে একাধিক চিকিৎসক এসেছিলেন । দিনভর চলা এই শিবিরে ভাতার থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে শতাধিক পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন । পুলিশের পক্ষ থেকে এদিন বিনামূল্যে ওষুধ বিতরনও করা হয় । এছাড়া যে সমস্ত রোগীদের চোখের অস্ত্রপচারের প্রয়োজন আছে তাদের জন্য বিশেষ সহায়তা করা হবে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে ।
এই শিবিরে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি(ডিএনটি) সৌরভ চৌধুরী, সিআই(এ) সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতার থানার ওসি সৈকত মণ্ডল প্রমূখ । সৈকত মণ্ডল জানিয়েছেন, মূলত গাড়িচালকদের কথা মাথায় রেখেই এদিন এই শিবিরের আয়োজন করা হয়েছে । গাড়ি চালকদের ক্ষেত্রে নিয়মিত চক্ষু পরীক্ষা করা অত্যন্ত জরুরী । কিন্তু সময়াভাবে তা সম্ভব হয়ে ওঠে না । তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে । তবে এদিনের শিবিরে অনেক সাধারনও মানুষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন বলে তিনি জানান ।।