শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : আজ ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা । তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রে রওনা হতে গিয়ে বাড়িতেই অ্যাডমিড কার্ড ফেলে এসেছিল এক ছাত্রী । এদিকে পরীক্ষা শুরু হতেও বেশি দেরি নেই । এই পরিস্থিতিতে কি করবে বুঝতে না পেরে পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে বসে কান্নাকাটি শুরু করে দেয় মেয়েটি ৷ অবশেষে পুলিশের সৌজন্যে হল মুসকিল আসান । পূর্ব বর্ধমান জেলার ভাতার মাধব পাবলিক হাইস্কুলের সামনে শ্রীমন্তিকা কুণ্ড নামে ওই পরীক্ষার্থী যখন কান্নাকাটি করছিল, তার অদূরেই যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি। বিষয়টি তার নজরে পড়তেই নিজের গাড়িতে ওই পরীক্ষার্থীকে চাপিয়ে অ্যাডমিড কার্ড আনতে ছোটেন তিনি । এরপর ছাত্রীকে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেন পরীক্ষাকেন্দ্র ।স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই পরীক্ষার্থী ও সাথে আসা তার বাবা ।
ভাতার বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রীমন্তিকা কুণ্ডর । তাঁর পরীক্ষা কেন্দ্র ভাতার মাধব পাবলিক হাইস্কুল । দুই স্কুল প্রায় পাশাপাশি হলেও সীমন্তিকার বাড়ি বেশ কয়েক কিলোমিটার দূরে । আজ ছিল অংক পরীক্ষা । মেয়েকে সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আছেন তার বাবা পরেশনাথ কুন্ডু। কিন্তু পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ওই ছাত্রী লক্ষ্য করেন সে ভুলবশত অ্যাডমিড কার্ডটি বাড়িতে ফেলে এসেছে। এরপরই ওই ছাত্রী কান্নাকাটি শুরু করে দেয়।
জানা গেছে,সেই সময় ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি পরীক্ষা কেন্দ্রের সামনেই বর্ধমান কাটোয়া রোডে ডিউটি করছিলেন। বিষয়টি তার নজরে পড়তেই তিনি তড়িঘড়ি মেয়েটিকে নিজের গাড়িতে চাপিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন । অ্যাডমিড কার্ড সংগ্রহ করে সময়মতো ওই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন বুদ্ধদেববাবু । সময়মতো পরীক্ষায় বসতে পেয়ে খুশি ওই ছাত্রী সহ তাঁর পরিবার। ছাত্রীর বাবা পরেশনাথ কুন্ডু, ভাতার থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন ।।