এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী : মদ্যপ অবস্থায় ২ বাইকে ধাক্কা দিয়ে ৪ বাইক আরোহীকে জখম করার ঘটনায় মারুতি চালককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতকে পুলিশ বর্ধমান শহরের বাসিন্দা রাজেশ শেখ(৩৪) নামে চিহ্নিত করেছে । আজ শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে । মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মারুতি চালিয়ে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে কাটোয়া থেকে বর্ধমানের মুখে যাচ্ছিল রাজেশ শেখ । কিন্তু ভাতারের বেলেণ্ডা ক্যানেল পুলের কাছে আসতেই সামনে থেকে আসা পরপর দুই বাইকে ধাক্কা দেয় মারুতিটি । গুরুতর জখম হন চার বাইক আরোহী৷ সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মারুতির সামনের দুটি চাকাও ফেটে যায় ৷ দুর্ঘটনার পর মারুতি চালক পালনোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে ধরে ফেলে৷ সেই সময় স্থানীয়রা জানতে পারে যে সে মদ্যপ অবস্থায় রয়েছে । এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
এদিকে ওই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে, আজ শনিবার ফের একটা দুর্ঘটনা ঘটছে ভাতারে৷ আজ দুপুর নাগাদ ভাতার থানার বানেশ্বরপুর গ্রামের কাছে ভাতার-মালডাঙ্গা সড়কপথে খড়বোঝাই গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম হয়েছেন দুই বাইক আরোহী । খড়বোঝাই বলেরো ম্যাক্স গাড়ি ভাতার থেকে মালডাঙ্গার দিকে যাওয়ার সময় বিপরীত দিক আসা একটি বাইকে সজোরে ধাক্কা দেয়৷ বাইকে ২ জন ছিল । আহতদের ভাতার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । পুলিশ চারচাকা গাড়ি ও বাইকটি আটক করেছে । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ।।