এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ অক্টোবর : বিধবা মা ও কিশোরী মেয়েকে নিয়ে সংসার । রবিবার রাতে সাংসারিক কোনও বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল মেয়ের । তারপর মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যায় ওই কিশোরী । টহলদারির সময় পুলিশের নজরে পড়ে গেলে বছর সতেরোর ওই আদিবাসী কিশোরীকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । সোমবার থানা থেকে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান মালতি মুর্মু নামে ওই বিধবা মহিলা । মেয়েকে ফিরিয়ে দেওয়ায় তিনি পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে ।
জানা গেছে,ভাতারের বোরডাঙ্গা গ্রামে বাড়ি মালতি মুর্মু নামে ওই বিধবা প্রৌঢ়ার । মেয়ে যখন খুব ছোট তখন তাঁর স্বামী রোগে ভুগে মারা যান । তারপর তিন
মালতিদেবী রামনগর গ্রামের একটি সিড ফার্মে শ্রমিকের কাজে যোগ দেন । সেই উপার্জনেই কোনও রকমে মা ও মেয়ের সংসার চলে । অবশ্য ইদানিং মালতিদেবীর মেয়েও তাঁর সঙ্গে ওই সিড ফার্মে শ্রমিকের কাজ করতে শুরু করে দিয়েছে । তবে ওই কিশোরী মাঝে মাঝে কাজে যায় ।
মালতি মুর্মু বলেন, ‘রবিবার সন্ধার দিকে সাংসারিক খুটিনাটি বিষয় নিয়ে মেয়ের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল । তার কিছুক্ষণ পরে দেখি মেয়ে বাড়িতে নেই । আমি অনেক খোঁজাখুঁজি করি । কিন্তু মেয়েকে পাইনি । এদিন সকালে ভাতার থানা থেকে ফোন করে বলা হয় আমার মেয়ে থানাতে আছে ।’
পুলিশ সুত্রে খবর,বাড়ি থেকে পালিয়ে এসে ভাতার সামন্তি রোডে হাড়গ্রামের মোড়ে এক জায়গায় বসেছিল ওই কিশোরী । সেই সময় ওই রোডে রুটিন টহলদারি চালাচ্ছিল ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । পুলিশের নজরে পড়ে যাওয়ায় কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । জিজ্ঞাসাবাদের পর তার নাম ঠিকানা জানতে পারে পুলিশ । এরপর পুলিশ কিশোরীর কাছ থেকে পাওয়া তার মায়ের ফোন নম্বরে এদিন ফোন করে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে । পরে কিশোরীর মা থানায় এসে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ।।