এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ সুত্রে খবর,বছর চৌদ্দোর ওই কিশোরীকে রবিবার ভোর রাতের দিকে ভাতার থানার বলগোনা বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায় । পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরে খবর পেয়ে বাড়ির লোকজন এসে ভাতার থানা থেকে কিশোরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ।
জানা গেছে,ভাতার থানার নারায়নপুর গ্রামে বাড়ি ওই কিশোরীর । তারা এক ভাই ও এক বোন । সে বড় । নারায়নপুর হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে স্বাতী । তাদের বাবা-মা জনমজুরির কাজ করেন । জানা গেছে,কোনও বিষয় নিয়ে কিশোরীকে বকাঝকা করেছিল তার বাবা-মা । সেই অভিমানে গত বৃহস্পতিবার বিকেল নাগাদ সকলের নজর এড়িয়ে বাড়ি থেকে সে পালিয়ে যায় । দীর্ঘক্ষন ধরে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । কিন্তু তাঁরা মেয়েটির কোনও সন্ধান করতে পারেনি । শেষে রাতের দিকে ভাতার থানায় একটি নিখোঁজ ডাইরি করেন কিশোরীর বাবা । এদিন ভোরের দিকে বলগোনা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ । কিশোরীকে ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের লোকজন ।।