আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ এপ্রিল : মালদা জেলার বাসিন্দা মানসিক প্রতিবন্ধী এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল ভাতার থানার পুলিশ । বুধবার ভাতার থানা থেকে ওই যুবককে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের লোকজন । জানা গেছে, মঙ্গলবার ভাতারের বলগোনা বাজারে ঘোরাঘুরি করছিল বছর চব্বিশের ওই যুবক । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, থানায় আনার পর ওই যুবকের সঙ্গে কথা বলে জানতে পারা যায় তাঁর নাম নয়ন মন্ডল । বাড়ি মালদা শহর এলাকায় । এরপর মালদা জেলা পুলিশের সাহায্যে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় ।
এদিন যুবকের কাকা গোপাল মন্ডল ভাতার থানায় এসে তাঁর ভাইপোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ।
গোপালবাবু জানিয়েছেন, বেশ কয়েকদিন আগেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তাঁর ভাইপো । তারপর আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডাইরি করেছিলেন । বুধবার পুলিশের কাছ থেকে খবর পেয়েই ট্রেন ধরে তিনি বর্ধমান আসেন ।’ ভাইপোকে ফিরে পেয়ে ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন নিখোঁজ যুবকের কাকা