দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ সেপ্টেম্বর : বছর কুড়ির এক মূক ও বধির তরুনীকে উদ্ধার করে বাড়ি ফেরালো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । জানা গেছে,রবিবার ভোরে ভাতারের আলিনগর বাসস্ট্যান্ডের কাছে বাদশাহী রোডে ঘোরাঘুরি করছিল ওই মূক ও বধির তরুনী ৷ স্থানীয় বাসিন্দাদের লাছ থেকে বিষয়টি জানতে পেতে ওই তরুনীকে উদ্ধারের জন্য পুলিশ কর্মীদের নির্দেশ দেন ভাতার থানার ওসি সৈকত মণ্ডল । ওসির নির্দেশমত ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী ও মহিলা পুলিশকর্মীরা । তাঁরা তরুনীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন,তরুনী মূক ও বধির হওয়ার কারনে তাঁর নাম ঠিকানা জানতে সমস্যা হচ্ছিল । তখন তাঁর কাছে ইশারায় জানতে চাওয়া হয় সে লিখতে পারে কিনা । তরুনি হ্যাঁ বললে তখন তাকে একটা কাগজ ও কলম দেওয়া হয় । তখন ওই কাগজের উপর সে নিজের নাম ঠিকানা লিখে দেয় । তারপর জেলা পুলিশের মাধ্যমে তরুণীর পরিবারকে খবর দেওয়া হয় ।
জানা গেছে,তরুনীর বাড়ি হুগলি জেলার ডানকুনি এলাকায় । এদিন সন্ধ্যায় পরিবারের লোকজন ভাতার থানা থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান । তরুনীকে ফিরে পেয়ে ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে তাঁর পরিবারের লোকজন ।।