আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : মোবাইল টাওয়ার থেকে চুরি যাওয়া বেশ কিছু ব্যাটারি উদ্ধার করল ভাতার থানার পুলিশ । আটক করা হয়েছে একটি মোটর ভ্যান । তবে যে দুই দুষ্কৃতি ব্যাটারিগুলো চুরি করে পালানোর চেষ্টা করছিল পুলিশ তাদের নাগাল পায়নি । কারন পুলিশ পৌঁছনোর আগেই তারা রাতের অন্ধকারের সুযোগে মাঠে মাঠে ছুটে পালায় । পুলিশ জানিয়েছে, মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের সন্ধান চলছে ৷
পুলিশ সুত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে ভাতার থানার পুলিশের টহলদারি ভ্যান বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে রুটিন টহলদারি চালাচ্ছিল । টহলদারি ভ্যানটি ভাতার থেকে বর্ধমানের মুখে যাচ্ছিল । ভাতারের কর্জনা বাসস্ট্যান্ডের কাছে এলে রাস্তার কিছুটা পাশে খেলার মাঠের কাছে একটি মোটর ভ্যান নজরে পরে পুলিশের ৷ মোটর ভ্যানের সঙ্গে ছিল দু’জন ব্যক্তি । পুলিশের গাড়ি দেখে তারা কার্যত থতমত খেয়ে যায় । সন্দেহ হলে পুলিশ তাদের কাছে যায় । কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই অন্ধকারের মধ্যে তারা মাঠেমাঠে ছুট লাগায় । পুলিশ তাদের পিছু ধাওয়া করে । কিন্তু তার আগেই পগার পাড় হয়ে যায় দুই দুষ্কৃতি । এরপর পুলিশ ফিরে এসে মোটরভ্যানটিতে তল্লাশি চালালে প্রচুর সংখ্যায় মোবাইল টাওয়ারের ব্যাটারি দেখতে পায় ।
উল্লেখ্য,বর্তমানে সিংহভাগ মোবাইল টাওয়ার স্বয়ংক্রিয় পদ্ধতি হওয়ার কারনে কোনও নিরাপত্তা রক্ষী থাকে না ৷ সেই সুযোগে দুষ্কৃতিরা টাওয়ারে হানা দিয়ে ব্যাটারি চুরি করে নিচ্ছে বলে অভিযোগ । মঙ্গলবার রাতে যে জায়গা থেকে পুলিশ ব্যাটারি বোঝাই মোটরভ্যানটি আটক করে, তার আশেপাশে কয়েকটি মোবাইল টাওয়ার রয়েছে । উদ্ধার হওয়া ব্যাটারিগুলি ওই সমস্ত টাওয়ারের কিনা তদন্ত করে দেখছে পুলিশ ।।