দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : পথ হারিয়ে ফেলা ঝাড়খণ্ডের যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । যুবকের নাম ত্রিলোচন মাহাতো(২৫) । তাঁর বাড়ি রাঁচির সারবউড়া থানা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার গভীর রাতে ভাতার থানার দেবপুর বাসস্ট্যান্ডের একটি বন্ধ দোকানের সামনে একলা বসেছিল ওই যুবক । সেই সময় ভাতার থানার এসআই তাপস রায় পুলিশবাহিনী নিয়ে বলগোনা-গুসকরা রোডে রুটিন টহলদারি চালাচ্ছিলেন । ওই যুবককে একলা বসে থাকতে দেখে তাপসবাবু তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ।
জানা গেছে,তখন ত্রিলোচন মাহাতো নামে ওই যুবক পুলিশকে তাঁর নাম ঠিকানা জানান । পাশাপাশি তিনি জানান,মহারাষ্ট্রের নাগপুরে একটি সংস্থায় কাজ করতেন তিনি । কাজ চলে যাওয়ার পর তিনি বাড়ি ফিরে আসছিলেন ৷ ট্রেনে আসার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন । বর্ধমান স্টেশনে এসে তাঁর ঘুম ভাঙলে ট্রেন থেকে নেমে পড়েন । তারপর পথ হারিয়ে ভাতার এলাকায় চলে আসেন । যানবাহন না পাওয়ায় বর্ধমান থেকে পায়ে হেঁটেই ভাতারে এসেছেন বলে জানিয়েছেন ওই যুবক ।
ত্রিলোচনের কাছে সমস্ত কথা শোনার পর পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় আনে । রাতে তাঁর থাকা খাওয়ার ব্যাবস্থা করে পুলিশ । সেই সঙ্গে যুবকের বাড়িতে খবর দেওয়া হয় । বুধবার যুবকের জামাইবাবু উমাপদ মাহাতো ভাতার থানা থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান । তবে বাড়ি যাওয়ার আগে ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে যান ঝাড়খন্ডের ওই যুবক ও তাঁর জামাইবাবু ।।