এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : এলাকারই ১০ বছর বয়স্ক এক শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে ২৬ বছর বয়স্ক এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ ধৃতকে ভাতার থানার বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা শেখ বাদশা নামে চিহ্নিত করেছে । জানা গেছে,নির্যাতিতা মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্রী । ঘটনাটি ঘটে বুধবার বিকেলের দিকে । কিশোরী নিজের বাড়ির সামনে রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল । সেই সময় তাকে একা পেয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে শেখ বাদশা। মেয়েটি চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে । বেগতিক বুঝে চম্পট দেয় ওই যুবক । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । সন্ধ্যার দিতে নির্যাতিতার পরিবার এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত যুবককে পাকড়াও করে পুলিশ ।
তবে এই প্রথম নয়,এর আগেও এর থেকে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে শেখ বাদশা নামে ওই যুবক ৷ গতবছর সেপ্টেম্বর মাস নাগাদ এক বিশেষ চাহিদাসম্পন্ন তরুণীকে জোর করে একটি পরিত্যক্ত গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে । সেই সময় যে সাইকেল ভ্যান চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভাঙাচোরা সামগ্রী কিনে আড়তে বিক্রি করার কারবার করত । সেই সুবাদে পাশের গ্রামে গিয়েছিল শেখ বাদশা । বাড়ি ফেরার পথে ভাতার বাজারের কদমতলার অদূরে একটি পরিত্যক্ত গোয়ালঘরে ওই প্রতিবন্ধী তরুনীকে জোর করে টেনে নিয়ে গিয়ে দুষ্কর্ম করার চেষ্টা করে ৷ তরুণীর চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির দুই বধূ ছুটে এলে শেখ বাদশা তার সাইকেল ভ্যানটি ফেলে পালিয়ে যায় ।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার থানার পুলিশ । পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় । যদিও পরে সে জামিনে ছাড়া পায়। সেই মামলা এখনও বিচারাধীন। কিন্তু তার মাঝেই ফের এক শিশুকন্যাকে লালসার শিকার বানানোর চেষ্টা করল ওই যুবক । যদিও ধৃত শেখ বাদশার পরিবার যথারীতি দাবি করেছে যে নাকি মানসিক ভারসাম্যহীন । গতবছর সেপ্টেম্বর মাসের ঘটনার সময়েও একই দাবি করেছিল তারা পরিবার । কিন্তু একের পর এক একই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে থাকায় ক্ষিপ্ত এলাকাবাসী আসামী শেখ বাদশার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।।

