দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মে : পাচারের আগে বিপুল পরিমানে রেশন সামগ্রীসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,শেখ সালাম নামে ওই ব্যবসায়ীকে ভাতার থানার কুবাজপুর মোড়ে তাঁর দোকান থেকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি ৮৬ বস্তা চাল,৫৬ বস্তা গম(প্রতি বস্তা ৫০ কেজি করে) এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের ছাপ দেওয়া ৩৪২৫ প্যাকেট আটার পাশাপাশি প্রতিটি ৫০ কেজি ওজনের ১১৫ বস্তা আটা আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । প্রাথমিক জেরার ওই ব্যবসায়ী রেশন সামগ্রী পাচারের কথা পুলিশের কাছে কবুল করেছে বলে জানা গেছে । ব্যবসায়ীর গোডাউনটি সিল করে দিয়েছে পুলিশ । রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়ে ।
জানা গেছে,ভাতার থানার বিজয়পুর গ্রামে বাড়ি শেখ সালামের । কুবাজপুর মোড়ে রয়েছে তাঁর মুদিখানা দোকান । দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা করছে ৷ রবিবার পুলিশের কাছে খবর আসে ওই ব্যবসায়ী পাচারের জন্য বিপুল পরিমান রেশন সামগ্রী নিজের গোডাউনে মজুত করে রেখেছেন । খবর পেতেই সেখানে হানা দেয় ভাতার থানার পুলিশের একটি দল । তারা ওই ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে । এখন ওই ব্যবসায়ী কোন রেশন ডিলারের কাছে রেশন সামগ্রী কিনেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এই প্রথম নয়,এর আগেও ভাতার বাজারের এক চাল বিক্রেতাকে রেশন সামগ্রীসহ হাতেনাতে ধরেছিল ভাতার থানার পুলিশ । কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি এই অবৈধ কারবার ।।