দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ মে : পুরুলিয়ায় গিয়ে চাকরির দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছিল পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার নতুনগ্রামের বাসিন্দা তাজুদ্দিন শেখ নামে এক ব্যক্তি । প্রতারিত ব্যক্তিরা তার বিরুদ্ধে পুরুলিয়া জেলার পাড়া থানায় অভিযোগ দায়ের করেছিল । কিন্তু অভিযুক্ত এলাকা ছাড়া হয়ে যাওয়ায় তার নাগাল করতে পারেনি পুরুলিয়া পুলিশ । শেষ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল প্রতারক । বৃহস্পতিবার রাতে ৬ মাইল বাসস্ট্যান্ডের কাছে তাকে পাকড়াও করে পুলিশ । শুক্রবার ধৃতকে পাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
পুলিশ সুত্রে খবর,তাজুদ্দিন শেখের সন্ধানে তার ছবিসহ রাজ্যের বিভিন্ন মেসেজ পাঠিয়েছিল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ । এদিকে পুলিশের চোখে ধুলো দিতে বারবার অবস্থান বদলাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি । ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন,বৃহস্পতিবার রাতে ৬ মাইল বাসস্ট্যান্ডের কাছে নাকাচেকিংয়ের ওই ব্যক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু সে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হয় । থানায় আনা হয় ওই ব্যক্তিকে । তারপর পুরুলিয়ার পাড়া থানার পাঠানো ছবি দেখে তাকে চিহ্নিত করা হয় । এদিন ভোরে ধৃতকে পাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে,শুধু পুরুলিয়া জেলাই নয়,রাজ্যের অন্যান্য জেলাতেও প্রতারণার জাল ছড়িয়ে রেখেছিল ধৃত তাজুদ্দিন শেখ ।।