দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ জানুয়ারী : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ দুস্কৃতীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি ভোজালি, লোহার রড, দড়ি প্রভৃতি ডাকাতির সরঞ্জামসহ কয়েকটি মদের বোতলও উদ্ধার হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার গভীর রাতে ৮-৯ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে বাদশাহী রোডের ধারে ভাতারের পালাড় গ্রামের মোড়ের কাছে একটি পরিত্যক্ত ধাবার পাশে জড়ো হয়েছিল । গোপন সুত্র থেকে খবর পেয়ে ভাতার থানার পুলিশের একটি দল সেখানে হানা দেয় । পুলিশকে দেখে তারা মাঠের মধ্য দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে । পুলিশ তাদের পিছু ধাওয়া করে । বাকিরা পালাতে সক্ষম হলেও ৫ জনকে ধরে ফেলে পুলিশ ।
পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শেখ রসিদ,হায়দর আলি, স্বাধীন সাঁতরা, সুনীল সাঁতরা ও সুফল দাস । ধৃতদের মধ্যে রসিদ ও হায়দর কলকাতার একবালপুর থানার মমিনপুর এলাকার বাসিন্দা । বাকিদের বাড়ি ভাতারের মাধপুর গ্রামে । বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।।