শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ ডিসেম্বর : প্রায় ৭০ লিটার চোলাইসহ ৬ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । রবিবার একাধিক এলাকায় হানা দিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে । পুলিশ জানায় ধৃতরা হলেন, ভাতার থানার খেরুর গ্রামের বাসিন্দা উত্তম দাস, শিকোত্তর গ্রামের বাসিন্দা বিজয় মন্ডল, হারু মন্ডল, ছোটন মন্ডল এবং শিবপুর এলাকার বাসিন্দা সেখ সাইন ও আখতার শেখ বদর ।
পুলিশ জানিয়েছে,ধৃতরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চোলাই মদ তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত্রে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ মদ সহ ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ সোমবার বর্ধমান আদালতে পেশ করে। আগামীতেও চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছে ভাতার থানার পুলিশ।।