দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ ডিসেম্বর : শোভাযাত্রার কারনে কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল । ফলে কিছুটা সময় নষ্ট হয়ে যায় । সেই কারনে নির্দিষ্ট সময়ের ভিতরে গন্তব্যে পৌঁছনোর জন্য বাসের গতি বাড়িয়ে দিয়েছিলেন চালক । কিন্তু যাত্রাপথে সামনে একটি বাইক এসে যাওয়ায় আরোহীকে বাঁচানোর জন্য পাশ কাটাতে গিয়ে যন্ত্রাংশ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ল বেপরোয়া গতির ওই যাত্রীবাহী বাসটি । শনিবার বিকেল প্রায় পৌনে চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার ভুমশোর ও পাটনা গ্রামের মাঝামাঝি এলাকায় বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে । এই দূর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী জখম হয়েছেন । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ।
প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে বাসটি বর্ধমানের থেকে কাটোয়ার মুখে যাচ্ছিল । জখম বাসযাত্রীরা জানিয়েছেন, বাসটি ভাতার বাজারে আসতেই একটি শোভাযাত্রার কারনে বেশ কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিল । তারপর শোভাযাত্রা চলে গেলে বাসের গতি বাড়িয়ে দেন চালক । ভুমশোর বাসস্ট্যান্ড পেড়িয়ে আসার পর পাটনা মোড় ঢোকার আগেই বাসের সামনে একটি বাইক চলে আসে । তখন বাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটি প্রচন্ড গতিতে বাম দিকে কাটায় চালক । সেই সময় বিকট শব্দে বাসের যন্ত্রাংশ ভেঙে যায় । আর তারপরেই বাসটি জমিতে গিয়ে উলটে পড়ে ।
জানা গেছে,দূর্ঘটনায় বাসের প্রায় প্রত্যেক যাত্রীই অল্পবিস্তুর জখম হয় । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে
। দূর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণের জন্য বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় ।।