এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান),১০ ফ্রেবুয়ারি : পূর্ব বর্ধমান জেলার ওড়গ্রামে ভাতার গভর্নমেন্ট আই টি আই কলেজে সাংস্কৃতিক বিভাগ চালু হল। এদিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার সূচনা করা হল। এনিয়ে কলেজের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভাতার গভর্নমেন্ট আই টি আই কলেজের অধ্যক্ষ পরেশ পাল, শান্তিনিকেতন অ্যাকাডেমির ইনচার্জ তথা কলেজের ইনস্ট্রাকটর সূর্যকান্ত ভট্টাচার্য, প্রশিক্ষণ ও নিয়োগ বিভাগের ইনচার্জ বুবুল ঘোষ, অফিস ইনচার্জ শান্তনু নন্দী সহ অন্যান্যরা।
পরেশবাবু জানান প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রী রয়েছে ভাতার গভর্নমেন্ট আই টি আই কলেজে। শান্তিনিকেতন অ্যাকাডেমির সহায়তায় এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা ও প্রসারের উদ্দেশ্যে এই ইউনিট চালু করা হল। পরেশ পাল বলেন,” শুধুমাত্র কলেজের পড়ুয়াদের জন্যই নয়, এলাকার স্কুল পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সংস্কৃতিসূলভ মানসিকতার বিকাশের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” জানা যায় আগামী এপ্রিল মাসের শেষের দিকে কলেজে একটি মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর। ভাতার, গুসকরা প্রভৃতি এলাকার স্কুল কলেজের পড়ুয়ারাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া থাকবে আদিবাসী শিল্পীদের নিয়ে অনুষ্ঠান ।।